Sylhet View 24 PRINT

করোনার হটস্পট হয়ে উঠেছে ফেঞ্চুগঞ্জ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৩ ০১:৩৯:১১

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: দিন দিন সারা দেশের বিস্তার বাড়াছে ঘাতক ব্যাধি করোনা ভাইরাসের রোগ কোভিড-১৯। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়ও এ রোগ ছোবল বসিয়েছে জোরেসোরেই। চলতি মাসের অর্থাৎ গত ১১ মে পর্যন্ত সিলেট বিভাগের মধ্যে একমাত্র করোনা মুক্ত থাকা এই উপজেলার দৃশ্য এখন উল্টো।

১১ মে থেকে ২২ মে পর্যন্ত মাত্র ১১ দিনে এই উপজেলায় আক্রান্ত হয়েছিলেন ৬ জন। শুক্রবার নতুন আক্রান্ত ২ জন রোগীসহ মোট সংখ্যা দাড়ায় ৮ জনে। অন্যদিকে ফেঞ্চুগঞ্জ সদর বাজারসহ আশপাশের বাজারগুলোতে মানুষের ভিড় বলে দিচ্ছিলো এই উপজেলার কপালে দুঃখ আছে। সচেতন মহল জনসাধারণকে বার বার ঘরে থাকার তাগিদ দিলেও তা উপেক্ষিতই থাকে।

এখনো পর্যন্ত মানুষের অসেচতন ভিড় দেখা যায় ফেঞ্চুগঞ্জ সদর, সেনেরবাজার ও সারকারখানা বাজারে। এসব বাজারে কার্যকরী লকডাউন দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।

সিলেটভিউ২৪ডটকম/২৩ মে ২০২০/এফইউ/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.