আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

কুলাউড়ায় ১০০ পরিবারে ৩ পুলিশ সদস্যের ঈদ উপহার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৩ ১৩:৫৬:৩২

মৌলভীবাজার ::  “ত্রাণ বা সহায়তা নয়, বাংলাদেশ পুলিশের ভালবাসা” এ অভিব্যক্তি নিয়ে বাংলাদেশ পুলিশ এর সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত কুলাউড়া উপজেলার চাতলগাঁও গ্রামের তিন (০৩) পুলিশ সদস্যের উদ্যোগে উপজেলার চাতলগাঁও, বাদেমনসুরসহ ভাসমান ও কর্মহীন ১০০ টি পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী প্রদান করা  হয়েছে।

করোনা পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগে বাধা-নিষেধ থাকার কারণে তাদের পরিবারের সদস্যগনদের মাধ্যমে শুক্রবার ও শনিবার  গ্রহীতার বাড়ী বাড়ী উপহার সামগ্রী (দুধ, তেল, চিনি, ময়দা, সেমাই) পৌঁছানো হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার এএসআই  সুহেল আহম্মদ , মিডিয়া ও কমিউনিটি সার্ভিস শাখায় কর্মরত নায়েক মোঃ সফি আহমেদ এবং উত্তর ডিভিশনে কর্মরত নারী পুলিশ সদস্য শাহিনা আক্তার রিপা এই মহৎ উদ্যোগের সমন্বয় করেন।

 
এক প্রতিক্রিয়ায় চাতলগাঁওবাসী  জানান, কুলাউড়ার চাতলগাঁও এ বাড়ি , পুলিশে চাকরী করেন এমন লোকজন এ মহৎ কাজটি করেছেন। যা প্রশংসনীয়। যা দরিদ্র ও মধ্য বিত্তদের  মধ্যে বন্টন করা হয়।

এ বিষয়ে সফি আহমেদ বলেন, করোনা পরিস্থিতিতে আমার নিজ এলাকা কুলাউড়াতে প্রায় ৪০০ পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। আমাদের জন্মস্থানের ভবিষ্যতেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

উক্ত ঈদ উপহার বিতরণ কাজে সহযোগিতা করেন সায়েরা বেগম পুলিশ সদস্যের মা, মোঃ শাহেদ আহমেদ পুলিশ সদস্যের ভাই, নজরুল ইসলাম রিপন পুলিশ সদস্যের ভাই, ফাহাদ মহফুজ চৌধুরী, শামসুল ইসলাম।

সিলেটভিউ২৪ডটকম / ২৩ মে, ২০২০ / প্রেবি / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন