Sylhet View 24 PRINT

কানাইঘাটে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্ত ৫

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৩ ১৬:০৯:৪৯

কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাটে একদিনে সর্বোচ্চ নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে। 

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর টিএইচও ডা. শেখ শরফুদ্দিন নাহিদ জানান, করোনায় যে পাঁচজন আক্রান্ত হয়েছেন এবং যাদের রিপোর্ট পজেটিভ এসেছে তারা হলেন উপজেলার পশ্চিম সর্দারমাটি গ্রামের ফরহাদ (১৮), দর্জিমাটি গ্রামের মিজান (১৬), ব্রাহ্মণগ্রাম গ্রামের জাকির (১৮), পৌরসভার রায়গড় গ্রামের বাসিন্দা ও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের গেইটের মা-মণি ডায়গনষ্টিক সেন্টারের দ্বীপ চৌধুরী (২৭) ও ডালাইচর গ্রামের সাখাওয়াত হোসেন। 
তাদের প্রত্যেকের নমুনা পূর্বে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নেয়া হয়। অনেকটা অসচেতনতা ও যত্রতত্র চলাফেরার কারনে করোনার প্রাদুর্ভাব কানাইঘাটে দিন দিন ছড়িয়ে পড়ছে বলে অনেকে মনে করছেন।। সিলেভিউ২৪ডটকম/২৩ মে ২০২০/এমআর/এসএইচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.