আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

হযরত শাহপরান (রহ.) মসজিদর নতুন ইমাম নিয়োগের দাবি স্মারকলিপি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৩ ১৭:২২:৫৭

সিলেট :: হযরত শাহপরান (রহ.) জামে মসজিদের বিতর্কিত খতিব ও ইমামদের অপসারণ করে পরিচালনা কমিটি গঠনপূর্বক নতুন করে যোগ্য আলেমদের দিয়ে খতিব এবং ইমাম নিয়োগ দানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মাজার ও মসজিদস্থ গ্রামের পঞ্চায়েতদের পক্ষে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপিতে এ দাবি জানান নেতৃবৃন্দ।

পুরাতন খতিব মুফতি হাফিজ মাওলানা তজমুল আমীনকে হঠাৎ করে বাদ দেওয়ার পর এই দাবি উঠেছে। এ নিয়ে সৃষ্ট ঘটনায় উত্তেজনা দেখা দিলে শাহপরান থানার ওসি আব্দুল কাইয়ূম উপস্থিত হয়ে যে নির্দেশনা দিয়েছিলেন সেটিও পালন করা হয়নি।

স্মারকলিপিতে জানানো হয়, হযরত শাহপরান (রহ.) মাজার পরিচালনায় সরকার কর্তৃক অনুমোদিত এখন কোনো বৈধ কমিটি নেই। ফলে মাজারের বর্তমান খাদিম দাবিদার মামুনুর রশীদ ও লোকজন মাজারের খাদেম বলে দাবি করে লুটপাট চালাচ্ছেন। বর্তমানে মাজারের অবৈধ
দখলদার চক্র মসজিদ ও মাদ্রাসা পরিচালনা করেন। এতে অংশ গ্রহন রয়েছে শাহপরান (রহ.) লালখাটঙ্গী গ্রামের মানুষের।

স্মারকলিপিতে এলাকার মানুষ জানান, হযরত শাহপরান (রহ.) জামে মসজিদের দীর্ঘ দিন ধরে খতিব হিসেবে
দায়িত্বে রয়েছেন মাদ্রাসার জনপ্রিয় শিক্ষক ও আলেম তজমুল আমীন। তার সঙ্গে ইমাম হিসেবে ছিলেন হাফিজ আব্দুল হান্নান ও ছানী ইমাম ছিলেন মাওলানা আব্দুন নূর (খাদেম)। গত ৮ই মে জুম্মার দিনে হঠাৎ করে মসজিদ কর্তৃপক্ষ দাবিদার অংশের নির্দেশে ইমাম আব্দুল হান্নান ও আব্দুর নূর খতিব তজমুল আমীনকে চাকুরীচ্যুত করেন। তার স্থলে অন্য একজন ইমামকে তার দায়িত্ব দেন।
এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ১৫ই মে জুম্মার দিনে নতুন খতিবের মাধ্যমে জুম্মার নামাজ পড়াতে চাইলে এলাকার মানুষ রাজি হননি। এ
নিয়ে আপত্তি তুললে উত্তেজনা দেখা দেয়। খবর শুনে সেখানে যান শাহপরান থানার ওসি আব্দুল কাইয়ূম। তিনি উপস্থিত হয়ে প্রধান মুয়াজ্জিন হাফিজ নুরুল করিমকে দিয়ে জুম্মার নামাজ পড়ান। এবং বিষয়টি নিস্পত্তি না হওয়া পর্যন্ত প্রধান মুয়াজ্জিনকে জুম্মা সহ ৫ ওয়াক্ত নামাজ পড়ানোর নির্দেশ দিয়ে চলে আসেন। কিন্তু ওসি ফিরে আসার পর সেই নির্দেশ আর কার্যকর হয়নি। বিতর্কিত ইমাম মাওলানা আব্দুন নূরকে (খাদেমকে) দিয়ে নামাজ পড়ানো শুরু হয়। এ নিয়ে নতুন করে উত্তেজনা চলছে এলাকায়।

এই অবস্থায় ২০ মে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে তারা তদন্তক্রমে শাহপরান (রহ.) দরগাহের জামে মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটি গঠন করে প্রথম শ্রেনীর সনদপ্রাপ্ত আলেমদের ইমাম
ও খতিব হিসেবে নিয়োগ দানের আবেদন জানিয়েছেন। একই সঙ্গে বর্তমান দখলদার ইমাম হাফিজ আব্দুল হান্নান ও ছানী ইমাম ছিলেন মাওলানা আব্দুন নূরতে (খাদেম) দ্রুত অপসারনের দাবি জানান।

স্মারকলিপি দাতারা হলেন- মো. আনছার
মিয়া, ওয়ারিস আহমদ, সুয়েব আহমদ, মো. আলমগীর হোসেন, মো. বেলাল আহমদ, আনোয়ার হোসেন, খয়রুল ইসলাম, ফারুক আহমদ, আব্দুল মজিদ, পারভেজ মিয়া, করিমমিয়া, একে খলিল, মো. জবরুল হোসেন, মো. জাভেদ আহমদ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২৩ মে ২০২০/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন