আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

এন.আর.ডি ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ গ্রামে ইফতার বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৩ ১৮:২৪:৫০

সিলেট :: সারাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে হতদরিদ্র, ছিন্নমূল, দিনমজুর ও অসহায় মানুষের পাশাপাশি নিম্নমধ্যবিত্ত আয়ের মানুষেরা পড়েছেন বিপাকে। তাদের মধ্যে রমজানের প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করেছেন, তরুন সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা মো. নাজিরুল ইসলাম খান।

বৃহস্পতিবার সাদিপুর ইউনিয়নের বেগমপুর গ্রাম, পশ্চিম পৈলনপুর ইউনিয়নের কিয়ামপুর, দৌলতপুর মশাখলা ও মশাদিয়া গ্রামের প্রায় ১২শ’ অসহায় মানুষের মধ্যে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সমাজসেবক মো. আশরাফ মিয়া তালুকদার ও গ্রামের মুরব্বীদের পরামর্শে এবং তরুনদের সহযোগীতায় ইফতার বিতরণের এই ব্যতিক্রম উদ্যোগ করেন এন.আর.ডি ফাউন্ডেশনের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নাজিরুল ইসলাম খান।

ইফতার বিতরণেল সময় উপস্থিত ছিলেন কিয়ামপুর গ্রামের মুরব্বি মো. আতাউর রহমান (রজব), দুদু মিয়া, আশিল মিয়া, মোয়াজ্জেম হোসেন, তোফাজ্জুল হোসেন, সাজ্জাদ মিয়া, শ্যামল আহমদ, ইউপি সদস্য শাহেন আহমদ ও সংগঠনের আজীবন সদস্য মো: আশরাফুল আলম, সদস্য শেখ মো. ছালেহ উদ্দীন ও বাচ্চু মিয়া প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/ ২৩ মে ২০২০/ প্রেবি/ শাদিআচৌ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন