আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে করোনার উপসর্গ নিয়ে সকালে হাসপাতালে, দুপুরে মৃত্যু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৩ ২০:৪৩:১৭

সিলেটভিউ ডেস্ক :: সিলেটে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হওয়া এক ব্যক্তি মারা গেছেন। শনিবার (২৩ মে) দুপুরে তিনি মারা যান। এর আগে সকালে করোনার উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, সিলেট নগরীর আখালিয়া এলাকার বাসিন্দা ওই বৃদ্ধ শনিবার সকালে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন।

শনিবার দুপুরে বৃদ্ধের মৃত্যুর পর তার শরীরের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ডা. সুশান্ত কুমার মহাপাত্র।

তিনি বলেন, মারা যাওয়া বৃদ্ধ করোনায় আক্রান্ত ছিলেন কি-না, তা নিশ্চিত না হলেও স্বাস্থ্যবিধি মেনেই শেষকৃত্য হবে।

সিলেটভিউ২৪ডটকম/ ২৩ মে ২০২০/ডেস্ক/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন