আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

শনিবার শাবির ল্যাবে আরও ৬ জনের করোনা শনাক্ত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৩ ২৩:০৭:৪৫

নিজস্ব প্রতিবেদক :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) করোনাভাইরাস শনাক্তকরণ ল্যাবে পরীক্ষা করে শনিবার (২৩ মে) সিলেটের আরও ছয়জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১০২টি নমুনা জমা হয়। এর মধ্যে ৯১টির পরীক্ষা করা হয়েছে। এই ৯১টির মধ্যে ছয়জনের করোনা শনাক্ত হয়।

শনিবার রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় সিলেটভিউ২৪-কে  বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, এই ১০২টি নমুনার মধ্যে ১১টি নমুনা নষ্ট হয়ে গেছে।

সিলেটভিউ২৪ডটকম / ২৩ মে, ২০২০ / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন