আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সিলেটে ট্যুর গাইডদেরকে প্রজন্ম পরিষদের অর্থ সহায়তা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৪ ০০:১৯:৪১

সিলেট :: বাংলাদেশের ট্যুর অপারেটরদের সংগঠন প্রজন্ম পরিষদের পক্ষ থেকে সিলেটের জাফলং পর্যটকবাহী নৌকার মাঝি, ফটোগ্রাফার ও ট্যুর গাইডদের অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে জাফলং ট্যুরিস্ট স্পটে প্রজন্ম পরিষদের পক্ষে এই অর্থ সহায়তা তুলে দেন পরিষদের সদস্য এবং হাব বাংলাদেশের যুগ্ম মহাসচিব জহিরুল কবির চৌধুরী শিরু।

এসময় আরো উপস্থিত ছিলেন- জৈন্তা ও জাফলং ট্যুরিস্ট এলাকার ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ ওসি রতন শেখ, জসিম উদ্দিন ও ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তাবৃন্দ।

পরিষদের পক্ষ থেকে ৬০ জন ট্যুর গাইডকে এই অর্থ সহায়তা দেওয়া হলো। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় পর্যটনের সাথে জড়িত প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থ সহায়তা করে যাচ্ছে এই পরিষদ।

উল্লেখ্য, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ( টোয়াব) নির্বাচনের সময় ‘এক সাথে বহুদুর’ এই স্লোগানে প্রজন্ম পরিষদ গঠন করা হয়। এরপর থেকে সারা দেশের পর্যটন উন্নয়নে কাজ করে যাচ্ছে প্রজন্ম পরিষদ।

সিলেটভিউ২৪ডটকম/২৪ মে ২০২০/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন