আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

ঈদের নামাজ : আরিফ বাড়িতে, কামরান কুদরত উল্লাহ মসজিদে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৫ ১৩:৩৫:১১

(ফাইল ছবি)

নিজস্ব প্রতিবেদক :: প্রতিবারই তারা দু’জন সিলেট শাহী ঈদগাহে ঈদের নামাজ আদায় করতেন। নামাজ শেষে সিলেটী সম্প্রীতির রাজনীতির স্বারকস্বরূপ বুকে জড়িয়ে ধরতেন একে অপরকে, করতেন কোলাকুলি। কিন্তু এবারে এতে বাধ সাধলো করোনা। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী নামাজ পড়লেন কোরেন্টিন অবস্থায় ঘরে, আর সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ঈদের জামাআত আদায় করলেন হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন করোনা আক্রান্ত। তাই গত শনিবার থেকে মেয়র আরিফসহ সিসিক’র বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী হোম কোয়ারেন্টিনে আছেন। যদিও সিসিক মেয়র ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ করপোরেশনের ১০ জনের নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়েছিল। এদের মধ্যে মেয়রের ব্যক্তিগত সহকারীর রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। বাকিরা করোনা আক্রান্ত নন। তবু সতর্কতাস্বরূপ মেয়রসহ সিসিক’র বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী হোম কোয়ারেন্টিনে অবস্থান করছেন।

এ অবস্থায় মেয়র আরিফুল হক ঈদের নামাজ আদায় করতে মসজিদে যাননি। তিনিসহ তার পরিবারের সদস্যরা নগরের কুমারপাড়াস্থ বড়বাড়িতে কয়েকজন মিলে ঈদের নামাজ জামাতে আদায় করেন। বিষয়টি সিলেটভিউ২৪-কে নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ শাখার কর্মকর্তা সাংবাদিক আব্দুল মোমিন ইমরান।

অপরদিকে, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান হাজী কুদরত উল্লাহ মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন। 


সিলেটভিউ২৪ডটকম / ২৫ মে, ২০২০ / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন