আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সিলেটে করোনার লক্ষণ নিয়ে মারা গেলেন ইউপি সচিব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৭ ১৫:০৫:৪৩

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে করোনার লক্ষণ নিয়ে এক ইউপি সচিব মারা গেছেন। তিনি সিলেটর জৈন্তাপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন। মৃত আবুল হোসেন আজ বুধবার (২৭ মে) দুপুরে সিলেটের ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি মঙ্গলবার দিবাগত রাত ২টায় শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এ বিষয়ে শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র সিলেটভিউ২৪-কে জানান, করোনার উপসর্গ নিয়ে আবুল হোসেন মঙ্গলবার দিবাগত রাত ২টায় হাসপাতালে ভর্তি হন। তার শ্বাসকষ্ট বেশি ছিলো। বুধবার দুপুর সাড়ে ১২টায় মৃত্যুর কোলে ঢলে পড়েন আবুল হোসেন।

মহাপাত্র বলেন, আজ তার শরীরের নমুনা সংগ্রহ করে ওসমানী হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে, কাল অথবা পরশু রিপোর্ট আসলে জানা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না। তবে তার দাফন স্বাস্থ্যবিধি মোতাকেবই হবে।


সিলেটভিউ২৪ডটকম / ২৭ মে, ২০২০ / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন