আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

ঈদের দিন শামসুদ্দিন হাসপাতালে মারা যাওয়া ব্যক্তির করোনা ‘নেগেটিভ’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৭ ১৫:২২:২০

নিজস্ব প্রতিবেদক :: ঈদের দিন সিলেটের ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির করোনার রিপোর্ট ‘নেগেটিভ’ ছিলো। বিষয়টি শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র সিলেটভিউ২৪-কে নিশ্চিত করেছেন।

তিনি আজ (২৭ মে) বুধবার বলেন, সিলেট নগরের দরগা মহল্লা এলাকার ৬৩ বছর বয়েসি ওই ব্যক্তি ঈদের দিন (সোমবার) সকালে শামসুদ্দিন হাসপাতালে মারা যান। এর আগের দিন (রবিবার) সকালে জ্বর, কাশিসহ বার্ধক্যজনিত নানা রোগ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।

তিনি বলেন, সোমবার মারা যাওয়ার পর ওই ব্যক্তির শরীরের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী হাসপাতালের ল্যাবে পাঠানো হলে গতকাল তার রিপোর্ট ‘নেগেটিভ’ আসে। অর্থাৎ ওই ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন না।

সিলেটভিউ২৪ডটকম / ২৭ মে, ২০২০ / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন