আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

করোনা: জৈন্তাপুরের ইউপি সচিবের দাফন সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৭ ২০:৪২:২৫

ছবি: মো. হানিফ, জৈন্তাপুর।

জ্যেষ্ঠ প্রতিবেদক :: করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া সিলেটের জৈন্তাপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সচিব আবুল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার বিকাল ৬টায় স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন হয়।

জৈন্তাপুরের যশপুর গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে জানা গেছে।

দাফনের আগে প্রশাসনের কয়েকজন ও স্থানীয় কিছু ব্যক্তি স্বাস্থ্যবিধি মেনে আবুল হোসেনের জানাজা পড়েন।

জানা গেছে, আবুল হোসেন করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার রাতে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ বুধবার দুপুরে তিনি মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র।

সুশান্ত মহাপাত্র বলেন, আজ তার শরীরের নমুনা সংগ্রহ করে ওসমানী হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে। কাল অথবা পরশু রিপোর্ট এলে জানা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা।

সিলেটভিউ২৪ডটকম/২৭ মে ২০২০/পিডি/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন