আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে সুরমায় কমেছে, বেড়েছে কুশিয়ারায়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৮ ১৩:৩৯:০৭

ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক :: টানা বৃষ্টিতে সিলেটে বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে শুরু করেছিল। এর মধ্যে সারি নদীর পানি পেরিয়ে গিয়েছিল বিপদসীমা। তবে আজ বৃহস্পতিবার সিলেটে সুরমা পানি কমতে শুরু করেছে। তবে কুশিয়ারা নদীর পানি বাড়ছে।

সিলেট জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে নদীর পানিসীমার এই তথ্য পাওয়া গেছে।

পাউবো জানায়, সুরমা নদীর পানি কানাইঘাট এলাকায় গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় ছিল ১০.৮৬ মিটার। এরপর পানি কমতে শুরু করে। আজ সকাল ৬টায় কানাইঘাট পয়েন্টে পানি ছিল ১০.২৫ মিটার। দুপুর ১২টায় পানি আরো কিছুটা কমে ১০.০৬ মিটারে দাঁড়িয়েছে।

সুরমা নদীর সিলেট পয়েন্টে বুধবার সন্ধ্যা ৬টায় ছিল ৯.০১ মিটার। আজ দুপুর ১২ টায় পানি আরো কমে ৮.৯০ মিটারে দাঁড়িয়েছে।

এদিকে, কুশিয়ারা নদীর পানি বেড়েছে কয়েকটি পয়েন্টে। শেওলা পয়েন্টে কুশিয়ারার পানি গতকাল ছিল ৬.৮৫ মিটার। আজ দুপুর ১২টার রেকর্ড বলছে, পানি বেড়ে হয়েছে ৮ মিটার।

বার শেরপুর পয়েন্টে কুশিয়ারার পানি গতকাল ছিল ৪.৩০ মিটার। আজ সকাল ৯টার রেকর্ডে পানি বেড়ে হয়েছে ৫.৩৫ মিটার।

আমলশিদ পয়েন্টে গতকাল সন্ধ্যা ৬টায় কুশিয়ারার পানি ছিল ১০.৮৪ মিটার। আজ সকাল ৬টায় এ সীমা অপরিবর্তিত ছিল।

এছাড়া পানি কমেছে সিলেটের জৈন্তাপুরের সারি নদী ও কানাইঘাটের লোভা নদীতে। সারি নদীতে গতকাল সন্ধ্যা ৬টায় পানি প্রবাহিত হচ্ছিল ১১.৮২ মিটার। আজ দুপুর ১২টার রেকর্ড অনুসারে সারি নদীর পানি ছিল ১১.১০ মিটার।

আর কানাইঘাট লোভা নদীতে গতকাল সন্ধ্যা ৬টায় লোভায় পানি ছিল ১১.৫৪ মিটার। আজ সকাল ৯টায় পানিসীমা কমে দাঁড়িয়েছে ১০.৯৯ মিটার।

সিলেটভিউ২৪ডটকম/২৮ মে ২০২০/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন