আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সিলেটে কোয়ারেন্টিনে হঠাৎ করে বেড়েছে রোগীর সংখ্যা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৮ ১৩:৫২:১৫

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে হঠাৎ করে বেড়ে গেছে হোম কোয়ারেন্টিনে রোগীর সংখ্যা। এক সপ্তাহ আগেও হোম কোয়ারেন্টিনরত রোগীর হার ছিলো নিম্নমুখি। কিন্তু গত ৫-৬ দিন সিলেটে হোম কোয়ারেন্টিনে রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারি পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান।

তিনি আজ বৃহস্পতিবার বলেন, এদের অনেকের শরীরে জ্বর, সর্দি-কাশিসহ করোনা কিছু উপসর্গ আছে, আবার অনেকের শরীরে নাই। করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শ বা কবলিত এলাকায় যাওয়ার কারণে কিংবা আসার কারণে তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সিলেট-এর দৈনিক প্রতিবেদন সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ( ২৮ মে) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে অবস্থান করছেন ১৪৮৫।
এর মধ্যে সিলেটে হোম কোয়ারেন্টিনে আছেন ৪৩১, সুনামগঞ্জে ৪৮১, হবিগঞ্জে ১৮৮ ও মৌলভীবাজারে ৩৮৫ জন।
গতকাল সকাল ৮টা পর্যন্ত এ সংখ্যা ছিলো ১৩৭৯।


সিলেটভিউ২৪ডটকম / ২৮ মে, ২০২০ / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন