আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেট শামসুদ্দিন হাসপাতালে মারা গেলেন আরেকজন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৮ ১৫:৪৬:০২

(ফাইল ছবি)

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ‘করোনা হাসপাতাল’ ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে বুধবার দিবাগত (২৮ মে) মধ্যরাতে মারা গেলেন আরেক ব্যক্তি। ৬৫ বছর বয়েসি ও ব্যক্তি নগরের শিবগঞ্জ এলাকায় বাস করতেন। তার মূল বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে।

সিলেটভিউ-কে আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসক সুশান্ত কুমার মহাপাত্র।

তিনি বলেন, করোনার উপসর্গ নিয়ে ২/৩ দিন আগে শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার শ্বাসকষ্ট বেশি ছিলো। বুধববার দিবাগত (২৮ মে) রাত ২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স ৬৫ বছর।

মহাপাত্র বলেন, ওই ব্যক্তির লাশ আজ সকালে পরিবারের কাছে হস্তান্তর করে স্বাস্থ্যবিধি মোতাবেক তার দাফন-কাফন করতে নির্দেশ দেয়া হয়েছে। 


সিলেটভিউ২৪ডটকম / ২৮ মে, ২০২০ / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন