আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

কাউন্সিলর আজাদের অবস্থা স্থিতিশীল, চিকিৎসকের পরামর্শে হাসপাতালে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৮ ১৮:২৭:৩৬

নিজস্ব প্রতিবেদক :: সিলেট সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক করোনা আক্রান্ত আজাদুর রহমান আজাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। দ্রুত সুস্থতার জন্য তিনি নগরবাসীর দোয়া চেয়েছেন।

বৃহস্পতিবার সকালে কাউন্সিলর আজাদের জ্বর বেড়ে যাওয়ায় অস্বস্তিবোধ করতে থাকেন। ফোনে চিকিৎসকদের সাথে কথা বললে তারা হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি সকালে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে দেখেছেন। চিকিৎসকরা জানিয়েছেন কাউন্সিলর আজাদের শারীরিক অবস্থা ভালো আছে। তাকে নিয়ে দু:শ্চিন্তার কোন কারণ নেই।

কাউন্সিলর আজাদও জানিয়েছেন, তার শরীরে জ্বর ওঠানামা করছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকের পরামর্শেই তিনি হাসপাতালে রয়েছেন। দ্রুত সুস্থ হয়ে যাতে আবারো মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন সেজন্য তিনি নগরবাসীর কাছে দোয়া চেয়েছেন।

গত ২৪ মে কাউন্সিলর আজাদের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়। এরপর থেকে তিনি বাসায় আইসোলেশনে ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/ ২৮ মে ২০২০/ শাদিআচৌ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন