আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

‘ভৌতিক বিদ্যুৎ বিল অবিলম্বে প্রতাহার করতে হবে’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৮ ২০:০৯:৩১

সিলেট :: গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহবায়ক প্রবীন আইনজীবী নাছির উদ্দীন, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী ও সদস্য সচিব মকসুদ হোসেন এক বিবৃতিতে বলেছেন, গণমাধ্যমের মাধ্যমে জানা গেছে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে ভৌতিক বিল প্রদান করা হচ্ছে। এমন খবরে গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, এমনিতে কোভিড-১৯ আক্রান্তে দেশবাসী। অন্যদিকে লকডাউনের ফলে সাধারণ মানুষের আয় রোজগার নেই বললেই চলে। লক্ষ লক্ষ বিদ্যুৎ গ্রাহক আশা করে ছিলেন সরকার এই বিল মওকুফের ঘোষণা দিবে। কিন্তু তা না করে উল্টো ভৌতিক বিল দিলে গ্রাহকদের হয়রানি করা হচ্ছে।

নেতৃবৃন্দ বলেন, গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ তিন মাসে বিল মওকুফের দাবি জানিয়ে আসছিল। কিন্তু সরকার এ দাবির প্রতি  কর্ণপাত না করে ভৌতিক বিদ্যুৎ বিল প্রদান করে মারাত্মক অমানবিক কাজ করছে।

অবিলম্বে এই ভৌতিক বিদ্যুৎ বিল প্রত্যাহার করে এপ্রিল থেকে জুন পর্যন্ত বিদ্যুৎ বিল মওকুফের ঘোষণার দাবি জানান নেতৃবৃন্দ। অন্যথায় গ্রাহকদের নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তুলা হবে বলে হুশিয়ারি দেন তারা।

সিলেটভিউ২৪ডটকম/ ২৮ মে ২০২০/ প্রেবি/ শাদিআচৌ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন