আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

গোয়াইনঘাটে পাহাড়ি ঢলে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৯ ১১:০০:২৩

নিজস্ব প্রতিবেদক :: গোয়াইনঘাটের  ১ রুস্তমপুর ইউনিয়নে মাটিকাপা রাস্তার ভাঙ্গা সাঁতরে পাড়ি দিতে গিয়ে গত মঙ্গলবার (২৬ মে) পাহাড়ি ঢলের সৃষ্ট বন্যার পানির স্রোতে তলিয়ে যাওয়া নিখোঁজ  যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২৯ মে ) সকাল সাড়ে ৭টায় তার লাশটি ভেসে উঠে। এই ঘটনায় স্থানীয়রা নৌকা ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা বহু খোঁজাখুঁজি করেও তার হদিস পাননি। অবশেষে নিখোঁজের ৪ দিন পর ঘটনাস্থল থেকেই তার লাশ উদ্ধার করা হয়।

পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানিতে তলিয়ে গিয়ে মারা যাওয়া যুবক ওসমান আলী(২৭) গোয়াইনঘাটের রুস্তমপুর ইউনিয়নের ভেড়িবিল গ্রামের আহমদ আলীর ছেলে। নিহত হতদরিদ্র সংসারে স্ত্রী ও দুটি ছোট্ট মেয়ে রয়েছে। রুস্তমপুরের ইউপি চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন শিহাব যে সশরীরে উপস্থিত থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার সার্বিক সহযোগিতা করেন।  গোয়াইনঘাটের উপজেলা নির্বাহি অফিসার মোঃ নাজমুস সাকিবও  থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেটভিউ২৪ডটকম/২৯ মে ২০২০/

শেয়ার করুন

আপনার মতামত দিন