আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে করোনা আক্রান্ত নতুন ৫১ জন যেসব এলাকার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৯ ১১:২৪:৪৭

নিজস্ব প্রতিবেদক :: সিলেট জেলায় মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৫১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

সিলেটভিউকে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি জানান, বৃহস্পতিবার ১৮৪টি নমুনা পরীক্ষায় ৫১টি নমুনার ফল আসে পজেটিভ।

এদিকে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব সুত্রে জানা গেছে, আক্রান্তদের মাঝে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রয়েছেন ৯ জন, কানাইঘাট উপজেলার রয়েছেন ৮ জন, জৈন্তাপুর, বিশ্বনাথ ও জকিগঞ্জ উপজেলার ১ জন করে, সিলেট পুলিশ হাসপাতালের ৬ জন, সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত ৪ জন ও সিলেট শহরতলীর শাহপরাণ এলাকার ২ জন।

এছাড়া নগরীর শিবগঞ্জ এলাকার ২ জন, তালতলা এলাকার ১ জন, শাহজালাল উপশহর এলাকার ২ জন, সুবিদবাজার ফাজিল চিস্ত এলাকার ১ জন, পীর মহল্লা এলাকার ১ জন, লামাবাজার এলাকার ১ জন, পাঠানটুলা এলাকার ১ জন, আম্বরখানা অগ্রনী ব্যাংকের ১ জন, দরগা মহল্লা এলাকার ১ জন, সিলেটের একটি বেসরকারী মেডিকেল কলেজের ১ জন চিকিৎসক, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন, শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন, সিলেট কেন্দ্রীয় কারাগারের ১ জন।

সিলেটভিউ২৪ডটকম/২৯ মে ২০২০/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন