আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে এক পুলিশের মানবিকতা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৯ ১৬:০৩:১৩

সিলেট :: সারাদেশে করোনা মহামারীতে মানুষ খুব বেশি অসহায়। কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ, এ সমাজে লজ্জায় কারো কাছে হাত পাততে পারছেনা এরকম পরিবার আছে অগণিত।

গত ১০ মে এক অসহায় নারী সিলেট মেট্রোপলিটন পুলিশ এর কন্ট্রোল রুমে ফোন করে হাউমাউ করে কান্না জড়িত কন্ঠে জানান- উনার এক বছরের সন্তানের দুধ ও  ঘরে রান্না করার চাল টুকু নাই।

খবরটি মিডিয়া শাখার নায়েক সফি আহমেদ জানতে পেরে তাৎক্ষনিক বাচ্চার দুধ ও একমাসের খাদ্য সামগ্রী নিয়ে মহিলার বাসায় হাজির হন।

জানা যায়, পিতৃহীন দুই সন্তান নিয়ে নিরুপায় হয়ে কল করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুম নম্বরে। তার বড় ছেলে হাফিজি পড়া শেষ হয়নি এখনও। পরবর্তী উনার পরিবারের মাসিক খরচের টাকা, বাসা ভাড়া, ঈদ উপলক্ষে পরিবারের সবার কাপড় ও প্রতি মাসে তার প্রবাসী আন্টি ৫ হাজার টাকা দিবেন বলে জানা যায়।

পুলিশের এরকম মানবিকতার দৃশ্য দেখে অসহায় মহিলাটির চোখে, মুখে আনন্দের ছাপ লক্ষ্য করা যায়। অশ্রুসিক্ত কন্ঠে ঈদের দিন সেমাই নিয়ে অপেক্ষা করার কথা বলেন তিনি।


সিলেটভিউ২৪ডটকম/২৯ মে ২০২০/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন