আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রামে ট্রেন চলবে অর্ধেক যাত্রী নিয়ে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৯ ১৯:৪০:১৫

জ্যেষ্ঠ প্রতিবেদক :: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রায় দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আবার শুরু হচ্ছে রেলযোগাযোগ। আগামী রবিবার থেকে সীমিত পরিসরে চালু হবে রেল।

সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ধারণক্ষমতার অর্ধেক (৫০ ভাগ) যাত্রী নিয়ে দুটি ট্রেন চলবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সিলেট-ঢাকা রুটে কালনী এক্সপ্রেস এবং সিলেট-চট্টগ্রাম রুটে উদয়ন/পাহাড়িকা এক্সপ্রেস রবিবার থেকে চলাচল শুরু করবে।

কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্যবিধি মেনে ট্রেনসহ গণপরিবহন চালু হচ্ছে। যাত্রীদের অবশ্যই মাস্ক পরে যাতায়াত করতে হবে। মাস্ক পরিধান ছাড়া কাউকে যাতায়াত করতে দেওয়া হবে না।

এছাড়া রেলস্টেশনে যাত্রীদের জন্য হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে। যাত্রা শুরুর আগে ট্রেনের বগিতেও জীবাণুনাশক ছিটানো হবে।

সিলেটভিউ২৪ডটকম/২৯ মে ২০২০/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন