আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

কানাইঘাটে ইউপি চেয়ারম্যান চতুলীসহ করোনায় আক্রান্ত ৪

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৯ ২২:১৫:৫১

কানাইঘাট প্রতিনিধি :: সিলেটের কানাইঘাট উপজেলায় নতুন করে আরো ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন উপজেলার বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী।

আজ শুক্রবার (২৯ মে) ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট  পজিটিভ আসে। 

করোনা ভাইরাসে আক্রান্ত অন্য ৩ জন হলেন, পৌরসভার বিষ্ণুপুর গ্রামের জাকারিয়া (২৮), ডালাইচর গ্রামের জামিল আহমদ (২৯) ও চাক্তা গ্রামের এজাজুল আমিন (৫৭)। তাদের সকলের নমুনা সংগ্রহ করা হয় ২৭ মে।

এই নিয়ে করোনা প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে কানাইঘাট উপজেলায় ৩৫জন করোনায় আক্রান্ত হয়েছে। জনপ্রতিনিধির মধ্যে বড়চতুল ইউপির চেয়ারম্যান আবুল হোসেন করোনায় আক্রান্ত হলেন।  তিনি নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানা গেছে

সিলেটভিউ২৪ডটকম/ ২৯ মে ২০২০/মাহবুব/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন