আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সিলেটে করোনা আক্রান্ত হয়ে দেশের প্রথম পুরুষ নার্সের মৃত্যু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৯ ২২:৫৭:৫৮

নিজস্ব প্রতিবেদক :: বিশ্বব্যাপী করোনা মহামারি চলছে। প্রাণঘাতী এই ভাইরাসে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হচ্ছে। ঝুঁকি নিয়েও চিকিৎসকের পাশাপাশি করোনা আক্রান্তদের সেবায় ছিলেন তারা। মৃতের তালিকায় ছিলো নার্সদের নাম। এবার বাংলাদেশে প্রথম ব্রাদার (নার্স) হিসেবে সিলেটে মারা গেলেন একজন।  শুক্রবার (২৯ মে) রাত সোয়া দশটার দিকে মারা গেছেন নার্সিং কর্মকর্তা (ব্রাদার) রুহুল আমিন।

সিলেটে করোনা রোগীদের সেবা দিতে গিয়ে নিজেই করোনা আক্রান্ত হয়ে পড়েছিলেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নার্সিং কর্মকর্তা (ব্রাদার) রুহুল আমিন। সিলেটে করোনা আইসোলেশন সেন্টার নিজের কর্মস্থল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তিনি।

এর আগে শুক্রবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছিলো তাকে।

এর আগে রুহুল আমিনের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইউনুছুর রহমান, উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, এনেস্থেসিয়া বিভাগের প্রধান ডা. ময়নুল হোসেন ডালিম, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও সুশান্ত কুমার মহাপাত্র ও একই হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক নিহারী রাণী দাস।

রুহুল আমিনের মৃত্যুর পর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে শোকের ছায়া নেমে এসেছে।

সিলেটভিউ২৪ডটকম/ ২৯ মে ২০২০/শাদিআচৌ/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন