আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে মহানগর বিএনপির খাদ্য বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-৩০ ১৫:৩৫:৪৬

সিলেট :: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।

শনিবার নগরীর দরগাহ মহল্লা এলাকায় দুস্থদের মাঝে এই খাদ্য  বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী বলেন, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি ছিলেন মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও ক্ষুধামুক্ত বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। দেশের অন্যতম জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও আধুনিক বাংলাদেশের রূপকার। তিনিই জাতির সঙ্কটময় মুহূর্তে বার বার দাঁড়িয়েছেন নির্ভয়ে, মাথা উঁচু করে। বিপর্যস্ত জাতিকে রক্ষা করেছেন সর্বোচ্চ ঝুঁকি নিয়ে। ১৯৭১ সালের উত্তাল মার্চে জিয়াউর রহমানের কণ্ঠে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিশেহারা জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সাহস জুগিয়েছে। স্বাধীনতার ঘোষণা দিয়েই তিনি ক্ষান্ত থাকেননি, দেশমাতৃকার মুক্তির জন্য হানাদারদের বিরুদ্ধে সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক হিসেবে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন।

তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে তার এ অতুলনীয় ভূমিকা ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। আজ ৩৯তম শাহাদত বার্ষিকী তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ সভাপতি এডভোকেট হাবিবুর রহমান হাবিব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামিম সিদ্দিকী, যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সাংগঠনিক সম্পাাদক কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, মাহবুব চৌধুরী, ড্যাব সিলেট জেলার সাধারণ সম্পাদক ডা. শাকিলুর রহমান শাকিল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সহ শিল্প বিষয়ক সম্পাদক নজির হোসেন, সদস্য মাহবুব আহমদ চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন, যুবদল নেতা নাজির আহমদ প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/৩০ মে ২০২০/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন