আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

শাবির ল্যাবে করোনার সেঞ্চুরি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-৩০ ২৩:০৯:৫০

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত ল্যাবে আরো করোনা ভাইরাস শনাক্ত নমুনার সংখ্যা ১০০ পার করেছে। আজ শনিবার (৩০ মে) নমুনা পরীক্ষার পর আরো ২৫ জনের শরীরে শনাক্ত করা হয়।

এ নিয়ে শাবির ল্যাবে করোনা শনাক্তের পরীক্ষায়  ১১১ জন পজিটিভ হয়েছেন।
সিলেটভিউকে এই তথ্য নিশ্চিত করেছেন শাবির জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারি অধ্যাপক জিয়াউল ফারুক জয়।

তিনি জানান, শনিবার শাবির পিসিআর ল্যাবে ১১৯টি নমুনা গ্রহণ করা হয়। আগের কিছু মিলিয়ে ১২৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৫ জনকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/৩০ মে ২০২০/ডিজেএস/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন