আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

‘ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা’র নগদ অর্থ উপহার বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-৩১ ১৭:২৯:১৫

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: দেশে চলমান করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য মানুষ। জীবিকা সংকটে পড়া মানুষদের কথা চিন্তা করে এবারো সিলেটের ফেঞ্চুগঞ্জবাসীর জন্য বিশাল বাজেটের উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছে ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা (ইনক)।

উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের মধ্যে নগদ অর্থ উপহার বিতরণ শুরু হয়েছে।

রবিবার আনুষ্ঠানিক ভাবে বিতরণ শুরু করেন করোনার সম্মুখযোদ্ধা সিলেট ৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী।

বিতরণীর প্রথমাংশে উপজেলার ৪শত ইমাম ও মোয়াজ্জিন সাহেবদের মধ্যে নগদ ৪লক্ষ টাকা তুলে দেন প্রধান অতিথি সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী।

পরবর্তীতে উপজেলার সদর ইউনিয়ন, উত্তর কুশিয়ারা ইউনিয়ন, ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার প্রায় ৫শত পরিবারের নগদ উপহার তুলে দেওয়া হয়।

আগামীকাল মাইজগাও ও ঘিলাছড়া ইউনিয়নে এ উপহার বিতরণ করা হবে।

বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- দাতা সংগঠনের প্রতিনিধি ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন ইসকা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত আলী, ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা ইনকের সভাপতি জুনেদ আহমেদ চৌধুরী বলেন, মানুষের দুর্ভোগ লাঘবের জন্য আমরা সম্মিলিত ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা দোয়া করবেন যাতে আমরা আগামীতেও এ চেষ্টা অব্যাহত রাখতে পারি।


সিলেটভিউ২৪ডটকম/৩১ মে ২০২০/এফইউ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন