আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

এবার সিলেটের ‘করোনা হাসপাতালে’ ভর্তি কাউন্সিলর ইলিয়াছ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-৩১ ১৮:৩১:৫০

জ্যেষ্ঠ প্রতিবেদক :: করোনা চিকিৎসার জন্য সিলেটে ‘ডেডিকেটেড’ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল। করোনায় আক্রান্ত হয়ে এ হাসপাতালে চিকিৎসাধীন সিলেট সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। এবার একই হাসপাতালে ভর্তি হয়েছেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান।

আজ রবিবার বিকালে তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। তবে তিনি করোনায় আক্রান্ত নন, তার শ্বাসকষ্ট আছে।

বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন শামসুদ্দিন হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র।

তিনি বলেন, ‘ইলিয়াছুর রহমানের বেশ শ্বাসকষ্ট আছে। তাকে কেবিনে রেখে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।’

সুশান্ত বলেন, ‘৭-৮ দিন আগে একবার করোনা শনাক্তের পরীক্ষা করিয়েছিলেন ইলিয়াছুর রহমান। তখন তার রিপোর্ট আসে নেগেটিভ। এখন তার শারীরিক লক্ষণের সাথে করোনার উপসর্গের মিল দেখা যাচ্ছে। আবার তার করোনা শনাক্তের পরীক্ষা করা হবে।’

এদিকে, কাউন্সিলর আজাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

সিলেটভিউ২৪ডটকম/৩১ মে ২০২০/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন