আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

বালাগঞ্জে এসএসসি'তে পাসের হার ৭৭.৭৯, দাখিলে ৬২.৪৪

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০১ ০০:১৭:৩৬

মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ :: চলতি ২০২০ সালের এসএসসি পরীক্ষায় বালাগঞ্জে পাসের হার ৭৭ দশমিক ৭৯ ভাগ। এছাড়া দাখিল পরীক্ষার পাসের হার ৬২ দশমিক ৪৪ভাগ। রবিবার (৩১ মে) প্রকাশিত ফলাফলের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছর বালাগঞ্জ উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ১হাজার ৩শ ৬৯জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এসব পরীক্ষার্থীদের মধ্যে পাস করেছেন ১হাজার ৬৫জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৪জন।

এছাড়া বালাগঞ্জের ৬টি মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধিনে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে ২শ ১৩জন পরীক্ষার্থী। এদের মধ্যে পাস করেছে ১শ ৩৩জন। অবশ্য দাখিল পরীক্ষায় কোনো পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

এবিষয়ে বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ফলাফল মোটামুটি সন্তুষজনক। তিনি বলেন, আগামীতে যাতে আরো ভালো ফল আসে আমরা সে লক্ষ্যে কাজ করবো।

সিলেটভিউ২৪ডটকম/১ জুন ২০২০/জেআরজে/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন