আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সাদিয়া জেনি ডাক্তার হয়ে মানবসেবা করতে চায়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০১ ১১:৫৩:১৮

সিলেট :: এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সাদিয়া আক্তার জেনি। সে সিলেট নগরীর চালিবন্দর (ছড়ার পার) এলাকার বাসিন্দা।

সাদিয়া আক্তার জেনি, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী। তার পিতা সিলেট শহরের ব্যবসায়ী জামাল উদ্দিন ও মাতা জোছনা বেগম (গৃহিণী)।

তার ফলাফলের জন্য শিক্ষক, বাবা-মা ও ভাই-বোনের কাছে কৃতজ্ঞ। সাদিয়া জেনি ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করতে চায়,এটা তার ছোটবেলার ইচ্ছা। সে সকলের কাছে দোয়া প্রার্থী।

সাদিয়া জেনি’র বাবা জামাল উদ্দিন এ অর্জনে আনন্দিত, তিনি বলেন আমার দুই মেয়ের মধ্যে সাদিয়া বড়। সে ছোটবেলা থেকেই লেখাপড়ায় খুবই আগ্রহী এবং তার প্রচন্ড আগ্রহ সে ডাক্তার হবে। তার আগ্রহে বাবা হিসেবে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ সবার প্রতি আমি কৃতজ্ঞ। সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার আশা পুরণ করে এবং 'মাতা জোছনা বেগম মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া ও আশির্বাদ প্রার্থী।

সিলেটভিউ২৪ডটকম/১ জুন ২০২০/পিডি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন