আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সিলেট থেকে ছাড়ল দুরপাল্লার বাস

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০১ ১৪:১৫:২৩

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :: করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যেও দীর্ঘ প্রায় আড়াই মাস পর সিলেট থেকে ছেড়েছে দুরপাল্লার বাস। সোমবার সকাল থেকেই সিলেটে পরিবহন চলাচল শুরু হয়।

তবে বাসের ভেতর শারীরিক দূরত্ব কিছুটা থাকলেও বাস টার্মিনালে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। শারীরিক দূরত্ব তো দূরের কথা, মানুষের ব্যাপক ভিড়।

দক্ষিণ সুরমার টার্মিনাল এলাকা ঘুরে দেখা যায়, প্রথম দিন হওয়ায় অনেক গণপরিবহনই শারীরিক দূরত্ব বজায় রেখে যাত্রী তুলছে। তবে গাড়ির ভেতর অনেক যাত্রীরই মাস্ক ও হ্যান্ড গ্লাভস নেই। স্বাস্থ্যবিধি না মেনেই গাড়িতে উঠছে যাত্রীরা।

কদমতলী বাস টার্মিনাল থেকে কুমিল্রার উদ্দেশ্যে রওয়ানা হওয়া এক যাত্রী জানান, মানুষের অনেক ভিড়। কাউন্টারের বাইরে শারীরিক দূরত্ব নিশ্চিতের দায়িত্ব যেন কারো নেই। অনেক যাত্রীই মাস্ক ব্যবহার করছেন না। কদমতলী থেকে ভোর থেকেই বিভিন্ন গন্তব্যে বাস ছেড়ে যায়। তবে কিছু কিছু বাস শারীরিক দূরত্ব নিশ্চিত করেই চলতে দেখা যায়।

জেলা প্রশাসন সুত্র জানিয়েছে, আজ বাস চলাচলের প্রথম দিন হওয়া স্বাস্থ্যবিধির বিষয়টি মনিটরিং করা হচ্ছে। পরে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

সিলেটভিউ২৪ডটকম/১ জুন ২০২০/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন