আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে করোনায় আক্রান্ত ৪৯জন যেসব এলাকার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০১ ২২:৩৭:৪৭

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে একদিনে আরো ৪৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। প্রাপ্ত  তথ্যানুসারে সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৯ জনে।

জানা গেছে, সোমবার  সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ১৬৮ জনের নমুনা পরীক্ষা করা  হয়।  তন্মধ্যে ৪৯ জনের শরীরে পাওয়া গেছে করোনাভাইরাসের অস্তিত্ব। আক্রান্তরা সিলেট সদর, কানাইঘাট,  গোয়াইনঘাট, জৈন্তাপুর, ওসমানীনগরসহ কয়েকটি উপজেলার বাসিন্দা।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় সিলেটভিউকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে সিলেট জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬১৪ জনে।

এদিকে, আজ শাবির ল্যাবে সুনামগঞ্জের ১০ জনের করোনা ধরা পড়েছে।

স্বাস্থ্য অধিদফতর  সিলেট বিভাগীয় অফিসের  সহকারি পরিচালক ডা. আনিসুর  রহমান সিলেটভিউকে জানান, সোমবার  সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে ১ হাজার  ৪০ জন। সোমবার রাতে সিলেটে নতুন ৪৯ জন ও সুনামগঞ্জে ১০ জন মিলে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৯ জনে। মৌলভীবাজার ও  হবিগঞ্জের ফলাফল  আসার  পর এই  সংখ্যার সাথে আরও যুক্ত হবে করোনা রোগী।   

সিলেটভিউ২৪ডটকম/১ জুন ২০২০/ জুনেদ





শেয়ার করুন

আপনার মতামত দিন