আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

সিলেটের প্রখ্যাত আলেম আনওয়ারুল হক চৌধুরীর দাফন সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০২ ০০:৩৫:৩২

বালাগঞ্জ প্রতিনিধি :: বৃহত্তর সিলেটের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ আলেম, বালাগঞ্জের ঐতিহ্যবাহী হযরত শাহ সুলতান (রহ.) দ্বি-পাক্ষিক মাদরাসার প্রিন্সিপাল, মাওলানা আনওয়ারুল হক চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি সোমবার ভোর ৪টা ৫০মিনিটের সময় বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের সুলতানপুরস্থ গ্রামের বাড়িতে আকস্মিক ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলে, ৫ মেয়ে এবং নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার বাদ যোহর ১টা ৫০ মিনিটের সময় হযরত শাহ সুলতান (রহ.) মাদরাসা প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মাদরাসা প্রাঙ্গণে তাকে চিরনিন্দ্রায় শায়িত করা হয়েছে।

এদিকে করোনাভাইরাসজনিত কারণে বিরাজমান পরিস্থিতিতে প্রখ্যাত আলেম মাওলানা আনওয়ারুল হক চৌধুরীর জানাজায় সামাজিক দূরত্বসহ আনুসঙ্গিক বিধিবিধান বজায় রাখতে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমানসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানাজায় জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দিন রাজু, সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়া, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু প্রমুখ শরিক হন। প্রখ্যাত আলেম মাওলানা আনওয়ারুল হক চৌধুরীর মৃত্যুতে এলাকাবাসীয় শোকের ছায়া নেমে এসেছে।

সিলেটভিউ২৪ডটকম/২ জুন ২০২০/জেআরজে/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন