আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

করোনায় দিশেহারা সিলেট : ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৫, মৃত্যু ৪

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০২ ১৩:০৯:৩৮

(প্রতীকি ছবি)

মো. রেজাউল হক ডালিম :: সিলেটে দিন দিন করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করছে। বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা। গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার (২ জুন) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৫ জন, প্রানহানী ঘটেছে ৪ জনের।
আক্রান্তদের মধ্য থেকে সিলেট জেলার ৪৬ ও সুনামগঞ্জের ৯ জন। নতুন ৫৫ জনকে নিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৯৫ জনে।

অপরদিকে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা কেড়ে নিলো ৪ জনের প্রাণ। যা সিলেটে এই পর্যন্ত একদিনে সর্বোচ্চ প্রাণহানীর ঘটনা। এর মধ্যে শুধু জেলারই তিনজন, বাকি একজন সুনামগঞ্জের। এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩। এর মধ্যে সিলেট জেলায় ১৭, সুনামগঞ্জে ১, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ৪ জন। বিষয়টি নিশ্চিত করেছে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সিলেট-এর দৈনিক প্রতিবেদন অনুযায়ী- আজ মঙ্গলবার (২ জুন) সকাল ৮টা পর্যন্ত  বিভাগে আক্রান্তের সংখ্যা ১০৯৫। এর মধ্যে সিলেট জেলায় ৬০১, সুনামগঞ্জে ১৭৪, হবিগঞ্জে ১৯২ ও মৌলভীবাজার জেলায় ১২৮ জন।

হাসপাতালে ভর্তি আছেন ১৩৭  করোনা রোগী।  তার মধ্যে সিলেটে ৫২, সুনামগঞ্জে ৫৬, হবিগঞ্জে ২৭ ও মৌলভীবাজারে ২ জন।

এদিকে, সিলেট বিভাগে করোনামুক্ত হয়ে আজ সকাল পর্যন্ত হাসপাতাল থেকে ইতোমধ্যে বাড়ি ফিরেছেন ৩১৪ জন।  এর মধ্যে সিলেটে ৯৭, সুনামগঞ্জে ৬৩,  হবিগঞ্জে ১০৩ ও মৌলভীবাজারে ৫১ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সিলেট-এর প্রতিবেদন সূত্রে আরও জানা গেছে, গত ১০/৩/২০২০ ইংরেজি তারিখ হতে আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ১২৮৪০ জনকে এবং কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১১২৬৫ জনকে।

বর্তমানে হোম কোয়ারেন্টিনে অবস্থান করছেন ১৫৭৫ জন। এর মধ্যে সিলেটে ৬০২, সুনামগঞ্জে ৪৮০, হবিগঞ্জে ১৬৯ ও মৌলভীবাজারে ৩২৪ জন।

এ পর্যন্ত হাসপাতালে কোয়ারেন্টিনরত আছেন বিভাগের ২৪৬ জন। এর মধ্যে সিলেটে ৭৭, সুনামগঞ্জে ৩০, হবিগঞ্জে ১২০ ও মৌলভীবাজারে ১৯ জন। তারা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসাধীন।


সিলেটভিউ২৪ডটকম / ২ জুন, ২০২০ / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন