আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

তারাপুর বাগানে চা-গাছ কর্তন, শ্রমিকদের বিক্ষোভ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০২ ১৬:১১:৪৯

নিজস্ব প্রতিবেদক :: তারাপুর বাগানে চা-গাছ উপড়ে ফেলা ও কর্তনকে কেন্দ্র করে শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করেছে। আজ মঙ্গলবার (২ জুন) সকালে ৮টায় তারাপুর চা বাগান এলাকায় শ্রমিকরা এ বিক্ষোভ করেন।

চা বাগানের ম্যানেজার বিজয় কান্তি দে বলেন, চা গাছ উপড়ানো ও কর্তন করায় শ্রমিকরা বিক্ষোভ করেছে। তবে মালিকপক্ষ থেকে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

তারাপুর চা-বাগানের মালিকপক্ষের পক্ষ থেকে ডাক্তার পংকজ গুপ্ত বলেন, চা গাছ যারা কর্তন করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমার মনে করি, একটা চা গাছ কাটা মানেই আমাদের কলিজায় আঘাত করা ।

উত্তর বেলী চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালা বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চা শ্রমিকদের সান্ত্বনা দেই।  কোনো চা শ্রমিকই এই ঘটনাকে মেনে নিতে পারছে না। এছাড়াও আমি মালিকপক্ষকে অনুরোধ করেছি, চা গাছ যে বা যারা কর্তন করেছে তাদের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা নেয়া হয়।
 

সিলেটভিউ২৪ডটকম / ২ জুন, ২০২০ / শাহীন / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন