আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

কানাইঘাটে করোনায় মৃত ব্যক্তির দাফন সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০২ ১৭:১৯:১৫

কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাটে করোনাভাইরাসে প্রথম মৃত ব্যক্তির নামাজের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মৃত ব্যক্তির নাম তৈয়ব আলী (৭৫)। তিনি উপজেলার ৬নং সদর ইউনিয়নের বীরদল ছোটফৌদ গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৬নং সদর ইউনিয়নের বীরদল ছোটফৌদ গ্রামের ছোটফৌদ জামে মসজিদ প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে গ্রামের কবরস্থানে মরদেহ দাফন করা হয়। 
জানাযার নামাজের ইমামতি করেন কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির।তার নেতৃত্বে জানাজা ও দাফন কাফনে ৮জন স্বেচ্ছাসেবী অংশ নেন। 
গত ২৮ মে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এক পর্যায়ে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার (২ জুন) ভোর ৫টায় ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য, কানাইঘাটে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মাত্র ১ জন। উপজেলায় এই প্রথম করোনায় আক্রান্ত রোগী মারা গেলেন।
সিলেটভিউ২৪ডটকম/২ জুন ২০২০/এমআর/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন