আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে বাসভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০২ ১৯:০৯:০২

সিলেট :: বর্ধিত বাসভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শারীরিক দুরুত্ব বজায় রাখে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাসদ জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য মুখলেছুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন- সিপিবি জেলা সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ শোয়েব, নিরঞ্জন দাশ খোকন, প্রণব জ্যোতি পাল, রেজাউর রহমান রানা, সন্দিপ দেব, সঞ্জয় দাশ, সনজয় শর্মা, প্রমুখ।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারীতে সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্থ। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে। এইরকম সময়ে  স্বাস্হ্যবিধির নামে বর্ধিত বাসভাড়ার সিদ্ধান্ত সম্পূর্ন অযৌক্তিক ও গণবিরোধী। সরকারের যথাযথ পদক্ষেপ না নেয়ার কারণে করোনা মহামারী ব্যাপক বিস্তৃত হয়েছে। লকডাউনের দায় আজ জনগণের উপর চাপানো হচ্ছে।

নেতৃবৃন্দ অবিলম্বে বর্ধিত বাসভাড়া প্রত্যাহারের আহ্বান জানান।


সিলেটভিউ২৪ডটকম/০২ জুন ২০২০/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন