Sylhet View 24 PRINT

শুভ সকাল, ৩ জুন ২০২০

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০৩ ১০:০৫:৫৭

ধন্যবাদ মহান সৃষ্টিকর্তাকে। তিনি আরও একটি সুন্দর দিন উপহার দেয়ার জন্য।

আজ বুধবার, ৩ জুন ২০২০ খ্রিস্টাব্দ। ২০ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ। ১০  শাওয়াল ১৪৪১ হিজরি।

৩জুন গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৪তম (অধিবর্ষে ১৫৫তম) দিন। বছর শেষ হতে আরো ২১১ দিন বাকি রয়েছে।

বাণী চিরন্তন : জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনও মিলেনা, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায়না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায়না ।- হুমায়ূন আহমেদ

ঘটনাবলী

    ১৬৬৫ - ডিউক অব ইয়র্ক জেমস স্টুয়ার্ট ওলন্দাজ নৌ-রণতরীকে পরাজিত করেন।
    ১৯৪০ - ব্যাটল্‌ অব ডানকার্ক।
    ১৯৮৪ - ভারত সরকার শিখদের পবিত্র হরমন্দির সাহিব দখলের জন্য অপারেশন ব্লু স্টার শুরু করে; এটি ৮ জুন পর্যন্ত পরিচালিত হয়।
    ১৯৮৯ - চীন সরকার তিয়েনআনমেন স্কয়ার থেকে অবরোধকারীদের বিতারণের জন্য সেনা প্রেরণ করে।
    ২০০০ - মন্টেনিগ্রো কর্তৃক স্বাধীনতা ঘোষণা।

জন্ম

    ১৭২৩ - জিওভান্নি আন্তোনিও স্কোপোলি, তাইরলীয় চিকিৎসক ও প্রকৃতিবিদ। (মৃ. ১৭৮৮)
    ১৯০৬ - জোসেফিন বেকার, আমেরিকান বংশদ্ভুত ফ্রেন্স নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী। (মৃ. ১৯৭৫)
    ১৯০৬ - ওয়াল্টার রবিন্স, বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ও ফুটবলার ছিলেন। (মৃ. ১৯৬৮)
    ১৯১০ - পলেট গডার্ড, আমেরিকান অভিনেত্রী এবং মডেল (মৃ. ১৯৯০)
    ১৯১১ - এলেন কর্বি, মার্কিন অভিনেত্রী। (মৃ. ১৯৯৯)
    ১৯১৯ - ছায়া দেবী(চট্টোপাধ্যায়), প্রখ্যাত চলচ্চিত্রাভিনেত্রী। (মৃ.-২৫/০৪/২০০১)
    ১৯২৪ - করুণানিধি মুথুবেল, ভারতীয় রাজনীতিক এবং ভারতের তামিল নাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী। (মৃ. ২০১৮)
    ১৯২৫ - টনি কার্টিস, মার্কিন চলচ্চিত্র অভিনেতা। (মৃ. ২০১০)
    ১৯২৬ - অ্যালেন গিন্সবার্গ, মার্কিন কবি এবং লেখক। (মৃ. ১৯৯৭)
    ১৯২৮ - জন রিচার্ড রিড, সাবেক নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার।
    ১৯২০ - অসিতকুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসকার ও গবেষক ।(মৃ.২১/০৩/২০০৩)
    ১৯৩১ - রাউল কাস্ত্রো, কিউবার রাষ্ট্রপতি এবং ফিদেল কাস্ত্রোর ভাই।

মৃত্যু

    ১৯০৮ - গোপাল সেনগুপ্ত, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
    ১৯২৪ - ফ্রান্‌ৎস কাফকা, জার্মান ও চেক উপন্যাস ও ছোটগল্প লেখক।
    ২০০১ - অ্যান্থনি কুইন, মার্কিন অভিনেতা। (জ. ১৯১৫)
    ২০১৬ - মোহাম্মদ আলী, মার্কিন বক্সার (জন্ম ১৯৪২)

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.