Sylhet View 24 PRINT

২৭নং ওয়ার্ডে ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০৩ ১২:১৫:৩৯

সিলেট :: করোনা পরিস্থিতিতে বন্ধ হয়ে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বর্তমানে বাংলাদেশের এই জাতীয় সংকটে এগিয়ে এসেছেন মানবতার দূত হিসেবে, বিভিন্ন ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন গরীব ও অসহায় মানুষের বাড়ি-বাড়ি। এছাড়াও নিজস্ব তহবিল থেকেও করছেন আর্থিকভাবে সাহায্য। দিনমজুর, ভ্যানচালক ও নিম্নআয়ের পরিবারগুলোকে খাদ্য সহায়তা দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে ও সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরী ২৭নং ওয়ার্ডের পাঠানপাড়া এলাকায় করোনা ভাইরাস উপলক্ষে ২০০ জন পরিবারের মধ্যে ত্রান বিতরণ করেন ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আজম খান।

৩১ মে ও ১ জুন দুইদিন ব্যাপী পাঠানপাড়া এলাকায় ২০০ টি অসহায় পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছয়েফ খান, যুগ্ম সম্পাদক জুয়েল আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক আবুল হোসেন খান প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক খান, দপ্তর সম্পাদক শওকত আলী, সদস্য সাহেদ আলী, মুমিনুল হক বকুল, শাহেদ আরবী, হান্নান খান, ২৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ- সভাপতি রেজওয়ান খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

যতদিন দেশে করোনার প্রভাব থাকবে ততদিন এ সাহায্য অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কাউন্সিলর আজম খান।

সিলেটভিউ২৪ডটকম/৩ জুন ২০২০/আরআইএস/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.