আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে বসানো হল জীবাণুনাশক ট্যানেল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০৩ ১৪:১৮:২৭

গোলাপগঞ্জ প্রতিনিধি :: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে বসানো হয়েছে জীবাণুনাশক ট্যানেল।

বুধবার (৩ জুন) স্বয়ংক্রিয় জীবাণুনাশক ট্যানেলের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।

গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সহযোগিতায় এ ট্যানেল স্থাপন করা হয়।

এসময় এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বলেন, আমাদের কাজ করতে হবে আবার করোনা থেকে নিজেদের রক্ষা করতে হবে। এই টানেল স্থাপন উপজেলা পরিষদকে করোনা মুক্ত রাখবে এবং কাজে স্বাচ্ছন্দ্য আনবে।

তিনি ট্যানেল স্থাপনে সহযোগিতা করায় গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে এর সভাপতি মোহাম্মদ আফরোজ মিয়া, সাধারণ সম্পাদক তানহার আহমদ তুহিন, ট্রেজারার আনিসুর রহমনাসহ সংগঠনের সকলকে ধন্যবাদ জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর রহমান শাহিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, পৌর আওয়ামী লীগ নেতা হাদিউজ্জাম মাসুম, সাবেক ছাত্রনেতা হোসেন আহমদ, পৌর আওয়ামী লীগ নেতা নাদিম মাহমুদ শিপলু  প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/০৩ জুন ২০২০/এএইচএ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন