আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে মুক্তিযোদ্ধা, হার্ট অ্যাটাকে মৃত্যু!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০৩ ২০:৫৯:৫৫

বিয়ানীবাজার প্রতিনিধি :: শরীরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বিয়ানীবাজার থেকে এসে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল করিম। পরে বুধবার (৩ জুন) বিকাল তিনটায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মুক্তিযোদ্ধা আব্দুল করিম (৮০) বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের বাঙ্গালহুদা গ্রামের বাসিন্দা ছিলেন।

এদিকে, মুক্তিযোদ্ধা আব্দুল করিমের মৃত্যুকে ঘিরে সৃষ্টি হয়েছে জটিলতা। মারা যাওয়া ওই মুক্তিযোদ্ধার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ ছিল বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু ইসহাক আজাদ ।

অপরদিকে স্বজনদের দাবি, ওই মুক্তিযোদ্ধা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। স্বজনরা জানান, তিনি বার্ধ্যকজনিত নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। বুধবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট অ্যাটাকে মারা গেছেন।

রাত নয়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ বুধবার রাত ৯টা ৩০ মিনিটের সময় বাঙ্গালহুদা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে। তার দাফনে স্বাস্থ্যবিধি মানা হবে কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

সিলেটভিউ২৪ডটকম/৩ জুন ২০২০/রাজু/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন