আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বিয়ানীবাজারে নতুন করে আরো ৫ জন করোনায় আক্রান্ত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০৪ ০১:১৩:১৭

বিয়ানীবাজার প্রতিনিধি :: বিয়ানীবাজারে দিন দিন করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহভাবে বেড়েই চলেছে। বুধবার নতুন করে আরও ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যা বিয়ানীবাজারের জন্য একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে প্রবাসী অধ্যুষিত এ উপজেলায় করোনাভাইরাসে ১৭ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২ জন। সুস্থ হয়েছেন হওয়া ৫জন।

নতুন করে ৫ জন শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ।

আক্রান্তরা হচ্ছেন- খাসাড়ীপাড়ার জাকিয়া সুলতানা (৪৫), খাসার মাহমুদুল হাসান (২৭), নয়াগ্রামের সজিব মিয়া (২৫) ও গোলাম নূরানী (২৭) এবং সুপাতলার আফজল হোসেন (৩০)।

গত ২৪ এপ্রিল বিয়ানীবাজারে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হন টাংগাইল থেকে আসা এক জুয়েলার্সের কারিগর। একমাস ১০ দিনে করোনা আক্রান্তের সংখ্যা ১৭ তে উন্নীত হয়েছে। আন্ত:জেলা যোগাযোগ স্বচল থাকায় এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সিলেটভিউ২৪ডটকম/৪ জুন ২০২০/এটিআর/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন