আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

জৈন্তাপুরে একদিনে সর্বোচ্চ ১৪ জনের করোনা শনাক্ত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০৫ ০০:৫৪:২৫

জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেট জৈন্তাপুর উপজেলায় একদিনে সর্বোচ্চ ১৪ জন শনাক্ত হয়েছে৷ যত দিন গড়িয়ে যাচ্ছে ততই করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে৷ এদিকে আক্রান্তের খবর ছড়িয়ে পড়ায় উপজেলার সচেতন নাগরিকদের মধ্যে আতংঙ্ক ছড়িয়ে পড়ছে৷

উপজেলায় নতুন করে আক্রান্তরা হচ্ছেন, দরবস্ত চাক্তা গ্রামের তাহমিনা ইয়াসমিন, মো. কামাল আহমদ, মোসা. আফিয়া পারভিন, জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের (ফলবাগান) মঞ্জুরুল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (যশপুর গ্রামের) মানিক মিয়া, হরিপুর হেমু গ্রামের মো. মোহিব উল্লাহ, কানাইঘাট উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি কর্মকর্তা এএম ওমর ফয়সাল আহমদ, সারীঘাট ডৌডিক গ্রামের আবুল কালাম, ফেরদৌস বেগম, আহমদ হোসেন, নিজপাট (দর্জিহাটি) গ্রামের মাস্টার জসিম উদ্দিন, ছেলে মো. সালেহ উদ্দিন রুবেল, নিজপাট (খাসিয়া হাটি) গ্রামের হেড মাস্টার সুরঞ্জিত দে, দরবস্ত এলাকার আফতাব উদ্দিন। জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এ নিয়ে জৈন্তাপুর উপজেলায় নবেল করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৬ জন। তার মধ্যে ২ জন সুস্থ হয়েছেন এবং ১ জন মৃত্যুবরণ করেছেন৷ বাকিরা বিভিন্নস্থানে চিকিৎসাধীন রয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/৫ জুন ২০২০/এমএইচ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন