আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

করোনা পরীক্ষার পর্যাপ্ত কিট পেল শামসুদ্দিন হাসপাতাল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০৫ ১১:১৩:৫০

নিজস্ব প্রতিবেদক :: করোনা বিশেষায়িত হাসপাতাল হিসেবে পরিচিত সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল। রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি হাসপাতালটিতে নেওয়া হচ্ছে করোনার উপসর্গ থাকা লোকজনের নমুনা। সংগৃহিত নমুনা পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষা হচ্ছে।

করোনা পরীক্ষার নমুনা দেওয়ার জন্য প্রতিদিন শত শত মানুষ ভিড় করেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। রোগী বেড়ে যাওয়ায় মাঝে মধ্যে কিট নিয়েও বিড়ম্বনায় পড়তে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। তবে এবার এক সাথে এক হাজার কিট বরাদ্দ পেয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল। ফলে হাসপাতালটিতে করোনার নমুনা সংগ্রহের কিট নিয়ে সকল সংকট কেটে গেছে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান ও উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে বর্তমানে কিটের কোন সংকট নেই। হাসপাতালটিতে নতুন করে এক হাজার কিট বরাদ্দ দেওয়া হয়েছে। এই কিট শেষ হওয়ার আগেই নতুন করে আরও বরাদ্দ দেওয়া হবে।

সিলেটভিউ২৪ডটকম/ ০৪ জুন ২০২০/ শাদিআচৌ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন