আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

‘আমেরিকান প্রবাসী কল্যাণ সিলেট’র উদ্যোগে জীবাণুনাশক ছিটানো শুরু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০৫ ১৫:৪২:২০

সিলেট :: সিলেট নগরীর ১৭নং ওয়ার্ডের দিনব্যাপী মশক নিধন ও জীবাণুনাশক ছিটানো'র অভিযান শুরু করা হয়েছে।

আমেরিকায় অবস্থানরত তরুণ সংগঠক ও আমেরিকান প্রবাসী কল্যাণ সিলেটের চেয়ারম্যান তৌফিকুর রহমানের সৌজন্য শুক্রবার সিসিক এর ১৭ ওয়ার্ডে দিনব্যাপী মশক নিধন ও জীবাণুনাশক ছিটানোর অভিযান করা হয়।

এ সময় উপস্থিতি ছিলেন- সিসিক ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদ আহমদ, সিসিক ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, বিহঙ্গ তরুণ সংঘের সভাপতি বেয়ালেত হোসেন চৌধুরী (মিঠু), আমেরিকান প্রবাসী কল্যাণ সিলেটের প্রতিনিধি মাহবুব হাসান সানী, ফিরুজ আহমদ ফয়সল, ফয়সাল আহমদ শিহাবে, মিহদা বেলায়েত চৌধুরীর।

এ সময় উপস্থিত অতিথিরা বলেন, আমেরিকান প্রবাসী কল্যাণ সিলেট খুব অল্পদিনে তার জনসেবামূলক কাজের জন্য সারা সিলেটে সংগঠনটি সুনাম অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় এলাকার জনগণের অসহ্য মশার উপদ্রব থেকে রক্ষার তাগিতে এই সংগঠন মশার ঔষধ ছিটানোর কর্মসূচী গ্রহন করা হয়েছে। এবং জীবাণুনাশক ছিটানো হয়েছে। এটা সময় উপযোগী একটি সামাজিক দায়িত্ব।

এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন- মুসতাক হুসেন মিলাদ, লিয়াকত আহমেদ, শিমুল আহমদ প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/০৫ জুন ২০২০/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন