Sylhet View 24 PRINT

সিলেটে ৩ জনে ১ জন করোনায় আক্রান্ত!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০৭ ০১:১৮:২১

নিজস্ব প্রতিবেদক :: সিলেট জেলায় প্রতিদিনেই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। গত কয়েকদিন ধরে প্রতিদিন শনাক্ত হচ্ছেন অর্ধশতাধিক রোগী। শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসি-আর ল্যাবে একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। এদিন পজেটিভ এসেছে ৬৬ জনের।

ওসমানী মেডিকেল কলেজের পিসি-আর ল্যাব সুত্র জানায়, শনিবার ল্যাবে সিলেট জেলার ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৬৬ জনের রিপোর্ট পজেটিভ আসে। যা শতকরা প্রায় ৩৬ ভাগ। অর্থাৎ শনিবার পরীক্ষা হওয়াদের প্রতি ৩ জনের মধ্যে ১ জন করোনা ভাইরাসে আক্রান্ত।

নতুন আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলা ও মহানগর এলাকার ৫৯ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩ জন, বিয়ানীবাজারের ৩ জন ও গোয়াইনঘাটের ১ জন রয়েছেন।

এনিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা আটশ ছুই ছুই।

সিলেটভিউ২৪ডটকম/৭ জুন ২০২০/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.