আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে এবার করোনা রোগীদের চিকিৎসা দেবে মাউন্ট এডোরা হসপিটাল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০৭ ১৩:১৯:৫৭

নিজস্ব প্রতিবেদক :: করোনা ভাইরাসের সংক্রমণের কারণে যখন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলো রোগীদের ফিরিয়ে দিচ্ছে- এমন সময়ে সিলেটের কোভিড-১৯ ও ননকোভিড রোগীদের সুসংবাদ দিলো মাউন্ট এডোরা হসপিটাল।

সিলেটের আখিলিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হসপিটাল করোনাক্রান্ত রোগীদের জন্য চালু করছে আইসোলেশন ইউনিট এবং আলাদা আইসোলেশন আইসিইউ।

সূত্র জানিয়েছে, হাসপাতালটিতে আলাদা আইসোলেশন ওয়ার্ড করা হচ্ছে। ইতোমধ্যে হাসপাতালের ব্যবস্থাপনা পরিষদ এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে কত শয্যাবিশিষ্ট এই ইউনিট থাকবে এবং এর খরচ কত হবে সেটি এখনই জানা যায়নি।

হাসপাতালের ফ্লোর ইনচার্জ ফজলে রাব্বি সিলেটভিউ-কে জানান, করোনা রোগীদের চিকিৎসা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে, তবে এখনো সবকিছু প্রস্তুত হয়নি। সব ঠিকঠাক হলে হাসপাতালের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।

তিনি বলেন, এ বিষয়ে আজ (রোববার- ৭ জুন) বিকেলে ব্যবস্থাপনা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে বিস্তারিত আলোচনা হবে।


সিলেটভিউ২৪ডটকম/৭ জুন ২০২০/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন