আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

ওসমানীর ল্যাবে আরো ৮০ জন ‘করোনা পজেটিভ’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০১ ২২:৫০:১৬

নিজস্ব প্রতিবেদক :: সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে আরও ৮০ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই সিলেট জেলার বাসিন্দা। এরমধ্যে শুধু চিকিৎসকই রয়েছেন ৭ জন।

বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৮০ জনের শরীরে শনাক্ত হয় করোনাভাইরাস।

হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সবচে বেশি রয়েছেন সিলেট মহানগর ও সদর উপজেলার বাসিন্দা। মহানগর ও সদর উপজেলার ৪৯ জনের শরীরে শনাক্ত হয়েছে এ ভাইরাস। এর মধ্যে ৭ জন চিকিৎসকই রয়েছেন।

এছাড়া করোনায় আক্রান্তদের মধ্যে জগন্নাথপুর উপজেলার ২ জন, কানাইঘাটের ৪, বিয়ানীবাজারের ৩, নবীগঞ্জের ১, জকিগঞ্জের ১, টাঙ্গাইলের কালিহাটির ১, জৈন্তাপুরের ১, ছাতকের ১, গোলাগঞ্জের ১২, বিশ্বনাথের ১, বানিয়াচংয়ের ১, মোগলাবাজার থানার ২ ও জালালাবাদ থানার ১ জন রয়েছেন।


সিলেটভিউ২৪ডটকম/ ১ জুলাই ২০২০/জুনেদ 

শেয়ার করুন

আপনার মতামত দিন