আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

করোনা: জুলাইয়ের প্রথম দিনে সিলেটে শনাক্ত ২৪৭

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০২ ১১:২৮:৫৯

নিজস্ব প্রতিবেদক :: জুলাইয়ের প্রথম দিনেই সিলেট বিভাগে রেকর্ডসংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। বুধবার (১ জুলাই) একদিনেই সিলেট বিভাগের চার জেলায় ২৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় এই ২৪৭ জনের করোনা শনাক্ত হয়।

নতুন আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৭৫ জন, সুনামগঞ্জ জেলায় ২৪ জন, হবিগঞ্জ জেলায় ১১৭ জন ও মৌলভীবাজার জেলায় ৩১ জন রয়েছেন।

সবমিলিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৬১ জনের। এরমধ্যে সিলেট জেলায় ২৬২৫ জন, সুনামগঞ্জ জেলায় ১০১৪ জন, হবিগঞ্জ জেলায় ৭২২ জন ও মৌলভীবাজার জেলায় ৫০০ জন রয়েছেন।

এছাড়া বিভাগে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৭৯ জন। মারা যাওয়াদের মধ্যে সিলেট জেলায় ৬২ জন, সুনামগঞ্জ জেলায় ৭ জন, হবিগঞ্জ জেলায় ৬ জন ও মৌলভীবাজার জেলায় ৪ জন রয়েছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর প্রেরিত এক পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

সিলেটভিউ২৪ডটকম/২ জুলাই ২০২০/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন