Sylhet View 24 PRINT

সিলেট ওসমানী হাসপাতাল রোগী কল্যাণ সমিতির ২টি এইচএনসি মেশিন প্রদান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০২ ১৮:৫৯:২৫

সিলেট :: সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারীর উদ্যোগে ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রোগী কল্যাণ সমিতির অর্থায়নে শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য ২টি (High flow Nasal cannula Oxygen flowMetar) এইচএনসি মেশিন প্রদান করা হয়েছে।

১৩ লক্ষ টাকা ব্যয়ে এই মেশিন ২টি বৃহস্পতিবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল হল রুমে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন হাসপাতাল রোগী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

হাসপাতাল সমাজসেবা কার্যালয় আয়োজিত মেশিন হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও হাসপাতাল রোগী কল্যাণ সমিতির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান।

হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার ও রোগী কল্যাণ সমিতির সচিব জাহানারা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক স্বদ্বীপ কুমার সিংহ।

বিশেষ অতিথি ছিলেন- সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা.হিমাংশু রার রায়, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ।

বক্তব্য রাখেন-হাসপাতাল রোগী কল্যাণ সমিতির সহ সভাপতি এডভোকেট এ ইউ শহীদুর রহমান শাহীন, সহ সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আজহার উদ্দিন জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর রোটারিয়ান আব্দুস সামাদ নজরুল, নির্বাহী সদস্য রোটারিয়ান মোস্তফা কামাল, এডভোকেট সৈয়দ কাওসার আহমদ, দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার এম আহমদ আলী, হাসপাতাল সমাজসেবা অফিসার খলিলুর রহমান সমাজসেবী মজম্মিল আলী প্রমুখ।

হাসপাতালের পরিচালক ও হাসপাতাল রোগী কল্যাণ সমিতির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান বলেন, বিশ্বের মত কোভিট-১৯ করোনা ভাইরাস নিয়ে বাংলাদেশ সরকার ও জনগণ উদ্বিগ্ন। এ থেকে মুক্তির জন্য জনসচেতনতার বিকল্প নেই। সম্মিলিত প্রচেষ্টায় এই মহামারি দুর্যোগ মোকাবেলা করতে হবে।

তিনি সিলেটের বিত্তবানসহ প্রবাসীদের  এগিয়ে আসার ও আহবান জানান।


সিলেটভিউ২৪ডটকম/০২ জুলাই ২০২০/প্রেবি/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.