Sylhet View 24 PRINT

এনটিভি ১৮ বছরে: সিলেটে ছিন্নমূল ও পথশিশুদের মধ্যে মাস্ক বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০২ ২০:৩২:১৬

সিলেট :: জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ১৮ বছরে পদার্পণ উপলক্ষে ছিন্নমূল ও পথশিশুদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর ক্বিনব্রিজ সংলগ্ন রবীন্দ্র চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে বিশিষ্টজনরা এনটিভির নিরপেক্ষ ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন এবং সময়োপযোগী অনুষ্ঠানের প্রশংসা করেন।

তারা বলেন, দীর্ঘপথচলায় এনটিভি কখনো তার নীতি নৈতিকতা থেকে সরে আসেনি। আগামীতেও এ প্রতিষ্ঠান তার ধারাবাহিকতার বজায় রাখবে। এসময় অতিথিরা এনটিভির সংবাদকর্মী ও কলকৌশলীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী, জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য আলী আহমদ, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবীর, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সহসভাপতি মোকাদ্দেস বাবুল, সাংবাদিক আ র ম রেনু ও সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জোতির্ময় সরকার।

এছাড়াও সিনিয়র সাংবাদিক আতাউর রহমান আতা, বদরুদ্দোজা বদর, জেলা প্রেসক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক এস সুটন সিংহ, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি মঈন উদ্দিন মনজু, সাবেক সভাপতি আশরাফুল কবীর, সাধারণ সম্পাদক সজল ছত্রী, সাবেক সাধারণ সম্পাদক আবদুল আলীম শাহ, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি দিগেন সিংহ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল হোসেন, ছাড়ামঞ্চ সিলেটের সভাপতি সিরাজ উদ্দিন শিরুল, বাংলাদেশ ভ্রতচারী পরিষদের সাধারণ সম্পাদক বিমান তালুকদার, নাট্যকর্মী মুরাদ বক্স, ছাত্রদল নেতা মাসরুর রাসেল, ব্যবসায়ী রাসেল আহমদ, সমাজকর্মী তাহমিনা আহমেদ ও জাহাঙ্গীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিউ নেশন’র ব্যুারো প্রধান শফিক আহমদ শফি, প্রথম আলো’র স্টাফ ফটোগ্রাফার আনিস মাহমুদ, এস এ টিভির ক্যামেরাপার্সন শ্যামানন্দ শ্যামল, একাত্তর টেলিভিশনের ক্যামেরাপার্সন সাকিব আহমদ মিঠু, নিউজ টুয়েন্টিফোরের ক্যামেরাপার্সন শফি আহমদ, প্রথম আলোর প্রতিনিধি মানউবী সিংহ শুভ, মাছরাঙ্গার ক্যামেরাপার্সন শুভ্রদাশ রাজন, চ্যানেল এস’র ক্যামেরাপার্সন মাহমুদুর রহমান মিলন, এস এ টিভির রিপোর্টার আবু বকর আল আমিন ও সংবাদকর্মী রাহেল চৌধুরী।

উপস্থিত অতিথিসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এনটিভি সিলেটের ব্যুারো প্রধান মঈনুল হক বুলবুল। এসময় এনটিভির স্টাফ ক্যামেরাপার্সন আনিস রহমান, জেলা প্রতিনিধি মারুফ আহমেদ, এনটিভি ইউরোপ প্রতিনিধি সাজলু লস্কর ও ক্যামেরাপার্সন নাজমুল কবীর পাবেল উপস্থিত ছিলেন।

শেষে অতিথিবৃন্দ ছিন্নমূল ও পথশিশুদের মধ্যে মাস্ক বিতরণ করেন। রাত সাড়ে ৯টায় একই স্থানে ছিন্নমূল ও পথশিশুদের মধ্যে খাবার বিতরণ করা হবে। এতে অতিথি হিসেবে থাকবেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল।

সিলেটভিউ২৪ডটকম/২ জুলাই ২০২০/প্রেবি/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.